jugantor
রায়পুরে ছাত্রলীগকে চাঁদা না দেয়ায় কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি  

২৪ জুন ২০১৪, ০০:০০:০০  | 

এইচএসসি শিক্ষার্থীদের সরকারি ভর্তি ফি’র চেয়ে অতিরিক্ত ৩শ’ টাকা উত্তোলন করে তা ছাত্রলীগ নেতাকে না দেয়ায় অধ্যক্ষকে লাঞ্ছিত ও প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১ লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিমের নেতৃত্বে নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অধ্যক্ষকে বাসায় পৌঁছে দেন। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে কলেজের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

জানা যায়, কলেজ কর্তৃপক্ষের ভর্তি কমিটি সোমবার এসএসসিতে উত্তীর্ণ শিক্ষর্থীরা এইচএসসিতে কলেজের নির্দিষ্ট ফি নিয়ে জনপ্রতি ১ হাজার টাকা করে নিয়ে ভর্তির কার্যক্রম শুরু করেন। এতে কয়েক শিক্ষর্থী ভর্তি হয়। এ সময় ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিমের নেতৃত্বে কয়েক নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে এসে ওই ফি থেকে জনপ্রতি ৩শ’ টাকা অতিরিক্ত নিয়ে তা তাদের নেয়ার নির্দেশ দেন। এতে অধ্যক্ষসহ শিক্ষকরা প্রতিবাদ জানালে ছাত্রলীগ নেতা রাজিমসহ কয়েকজন অধ্যক্ষকে লাঞ্ছিত করে প্রায় অধাঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠলে পুরো কলেজ উত্তপ্ত হয়ে পড়ে। এ সময় রাজিমসহ অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিমের সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া যায়নি।



সাবমিট

রায়পুরে ছাত্রলীগকে চাঁদা না দেয়ায় কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত

 রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি 
২৪ জুন ২০১৪, ১২:০০ এএম  | 
এইচএসসি শিক্ষার্থীদের সরকারি ভর্তি ফি’র চেয়ে অতিরিক্ত ৩শ’ টাকা উত্তোলন করে তা ছাত্রলীগ নেতাকে না দেয়ায় অধ্যক্ষকে লাঞ্ছিত ও প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১ লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিমের নেতৃত্বে নেতাকর্মীরা এ ঘটনা ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অধ্যক্ষকে বাসায় পৌঁছে দেন। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে কলেজের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

জানা যায়, কলেজ কর্তৃপক্ষের ভর্তি কমিটি সোমবার এসএসসিতে উত্তীর্ণ শিক্ষর্থীরা এইচএসসিতে কলেজের নির্দিষ্ট ফি নিয়ে জনপ্রতি ১ হাজার টাকা করে নিয়ে ভর্তির কার্যক্রম শুরু করেন। এতে কয়েক শিক্ষর্থী ভর্তি হয়। এ সময় ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিমের নেতৃত্বে কয়েক নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে এসে ওই ফি থেকে জনপ্রতি ৩শ’ টাকা অতিরিক্ত নিয়ে তা তাদের নেয়ার নির্দেশ দেন। এতে অধ্যক্ষসহ শিক্ষকরা প্রতিবাদ জানালে ছাত্রলীগ নেতা রাজিমসহ কয়েকজন অধ্যক্ষকে লাঞ্ছিত করে প্রায় অধাঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ সময় অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠলে পুরো কলেজ উত্তপ্ত হয়ে পড়ে। এ সময় রাজিমসহ অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিমের সঙ্গে একাধিক বার যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেয়া যায়নি।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র