jugantor
হাবিপ্রবিতে ছাত্রলীগ ও শিক্ষকদের একাংশ মুখোমুখি

  দিনাজপুর প্রতিনিধি  

০৮ নভেম্বর ২০১৪, ০০:০০:০০  | 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল নেতাকর্মীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের কর্মসূচিতে পাল্টাপাল্টি দোষারোপ করায় উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শুক্রবার সকাল ১০টার দিকে হাবিপ্রবি ছাত্রলীগ শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েলের নেতৃত্বে ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে সমাবেশ করে। এ সময় ভিসি’র সঙ্গে আঁতাত করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগ এনে একটি পত্রিকার কপিতে অগ্নিসংযোগ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। অপরদিকে বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবে হাবিপ্রবি’র সাবেক রেজিস্ট্রার ও প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায় লিখিত বক্তব্যে বলেন, ছাত্রলীগ নামধারী নেতা ইফতেখারুল ইসলাম রিয়েল ও অরুন কান্তি রায়ের নেতৃত্বে কতিপয় নেতাকর্মী শিক্ষকদের চরিত্র হননমূলক বক্তব্য দিয়ে চলছে। তারা ছাত্র সমাজের কলংক উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য অত্যন্ত অশালীন এবং মানহানিকর।



সাবমিট

হাবিপ্রবিতে ছাত্রলীগ ও শিক্ষকদের একাংশ মুখোমুখি

 দিনাজপুর প্রতিনিধি 
০৮ নভেম্বর ২০১৪, ১২:০০ এএম  | 
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল নেতাকর্মীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক ফোরামের কর্মসূচিতে পাল্টাপাল্টি দোষারোপ করায় উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

শুক্রবার সকাল ১০টার দিকে হাবিপ্রবি ছাত্রলীগ শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম রিয়েলের নেতৃত্বে ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে সমাবেশ করে। এ সময় ভিসি’র সঙ্গে আঁতাত করে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগ এনে একটি পত্রিকার কপিতে অগ্নিসংযোগ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। অপরদিকে বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবে হাবিপ্রবি’র সাবেক রেজিস্ট্রার ও প্রগতিশীল শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায় লিখিত বক্তব্যে বলেন, ছাত্রলীগ নামধারী নেতা ইফতেখারুল ইসলাম রিয়েল ও অরুন কান্তি রায়ের নেতৃত্বে কতিপয় নেতাকর্মী শিক্ষকদের চরিত্র হননমূলক বক্তব্য দিয়ে চলছে। তারা ছাত্র সমাজের কলংক উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য অত্যন্ত অশালীন এবং মানহানিকর।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র