jugantor
সিতাকুণ্ডে আরও এক শিবিরকর্মী নিহত, বিজিবি মোতায়েন

  চট্টগ্রাম, ৮ আগস্ট:  

০৮ আগস্ট ২০১৩, ০৬:৩১:০৭  | 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় দারোগাহাটে ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত ৬ জামায়াত কর্মীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনার জের ধরে উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে মুহাম্মদ পারভেজ (২৮) নামের জামায়াতের অপর এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত পারভেজের বাড়ি আমিরাবাদ ইউনিয়নে বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যায় শিবিরকর্মী হত্যা ঘটনার জের ধরে বিক্ষুব্ধ স্থানীয় জামায়াত ও শিবির কর্মীদের সড়ক অবরোধ সামাল দিতে রাত সাড়ে ১১টার দিকে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় যুবলীগ নেতা হারুন ও ইসমাঈল গ্রুপ শিবিরের সাথী জাহেদুল ইসলাম বাবুকে (২৫) বাজারে পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে চলে যায়। বাজারের লোকজন বাবুকে উদ্ধার করে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাবমিট

সিতাকুণ্ডে আরও এক শিবিরকর্মী নিহত, বিজিবি মোতায়েন

 চট্টগ্রাম, ৮ আগস্ট: 
০৮ আগস্ট ২০১৩, ০৬:৩১ এএম  | 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় দারোগাহাটে ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত ৬ জামায়াত কর্মীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনার জের ধরে উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে মুহাম্মদ পারভেজ (২৮) নামের জামায়াতের অপর এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত পারভেজের বাড়ি আমিরাবাদ ইউনিয়নে বলে জানা গেছে।
বুধবার সন্ধ্যায় শিবিরকর্মী হত্যা ঘটনার জের ধরে বিক্ষুব্ধ স্থানীয় জামায়াত ও শিবির কর্মীদের সড়ক অবরোধ সামাল দিতে রাত সাড়ে ১১টার দিকে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান।
এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় যুবলীগ নেতা হারুন ও ইসমাঈল গ্রুপ শিবিরের সাথী জাহেদুল ইসলাম বাবুকে (২৫) বাজারে পেয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে চলে যায়। বাজারের লোকজন বাবুকে উদ্ধার করে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র