jugantor
শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের ভাঙচুর

  ঢাকা ২৩ আগস্ট :  

২৩ আগস্ট ২০১৩, ১৯:৪৪:৪৩  | 

 ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্লোগানকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউ আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, শোক দিবসের আলোচনা সভার এক পর্যায়ে রমনা থানা ছাত্রলীগ স্লোগান দিতে থাকে। আলোচনাসভায় আগত দুই ছাত্রলীগ নেতার চেয়ারে বসাকে কেন্দ্রে করে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দু পক্ষের জাতাহাতি শুরু হয়ে যায়। এসময় মঞ্চ থেকে শ্লোগান বন্ধ করতে বলা হলে তারা উত্তেজিত হয়ে শতাধিক চেয়ার ভাঙচুর করে। এসময় স্লোগান পাল্টা-স্লোগানে বিভক্ত কর্মীদের শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ফলে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। আতঙ্কে মানুষ ছটোছুটি করতে থাকে। এতে ১০/১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
 ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিনের ছাত্রলীগের নেতৃবৃন্দ উস্থিত ছিলেন ।
এ ব্যাপারে সিদ্দিকী নাজমুল আলম বলেন, এই ঘটনায় আমি মর্মাহত। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে সংগঠন থেকে বহিস্কার করা হবে।এদিকে ভাংচুর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মহানগরীর কদমতলী থানা ছাত্রলীগ কমিটি বাতিল করা হয়েছে।
 

সাবমিট

শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের ভাঙচুর

 ঢাকা ২৩ আগস্ট : 
২৩ আগস্ট ২০১৩, ০৭:৪৪ পিএম  | 

 ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় স্লোগানকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউ আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ভাঙচুর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, শোক দিবসের আলোচনা সভার এক পর্যায়ে রমনা থানা ছাত্রলীগ স্লোগান দিতে থাকে। আলোচনাসভায় আগত দুই ছাত্রলীগ নেতার চেয়ারে বসাকে কেন্দ্রে করে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দু পক্ষের জাতাহাতি শুরু হয়ে যায়। এসময় মঞ্চ থেকে শ্লোগান বন্ধ করতে বলা হলে তারা উত্তেজিত হয়ে শতাধিক চেয়ার ভাঙচুর করে। এসময় স্লোগান পাল্টা-স্লোগানে বিভক্ত কর্মীদের শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ফলে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। আতঙ্কে মানুষ ছটোছুটি করতে থাকে। এতে ১০/১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
 ঘটনার সময় মঞ্চে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিনের ছাত্রলীগের নেতৃবৃন্দ উস্থিত ছিলেন ।
এ ব্যাপারে সিদ্দিকী নাজমুল আলম বলেন, এই ঘটনায় আমি মর্মাহত। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে সংগঠন থেকে বহিস্কার করা হবে।এদিকে ভাংচুর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মহানগরীর কদমতলী থানা ছাত্রলীগ কমিটি বাতিল করা হয়েছে।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র