jugantor
মুক্তিপণ আদায়: ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার
আরফানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর, বাকীরা কারাগারে

  ঢাকা ১০ মে :  

১০ মে ২০১৪, ১৫:২৩:০০  | 

 ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায়  ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার দুপুরে তাদের বহিস্কার করা হয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল। বহিষ্কৃতরা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ, মুহসীন হল কমিটির ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মামুন, জগন্নাথ হল কমিটির সহ-সভাপতি অনুপম চন্দ এবং ছাত্রলীগ কর্মী হিমেল।
 পত্রপত্রিকায় ব্যবসায়ীকে আটকের পর মুক্তিপণ আদায়ের ঘটনা পত্রপত্রিকায় প্রকাশের প্রেক্ষিতে শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আলোচনা করেছে। এব্যাপারে প্রক্টর আমজাদ আলী জানান, উপাচার্য বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে এলে দায়ী ৪ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার টিএসসির সামনে মুক্তিপণ আদায়ের সময় সাতজনকে আটক করে শাহবাগ থানার পুলিশ। অপহৃত মুঠোফোনে টাকা ভরার (রিচার্জ) ব্যবসায়ী ফরহাদ ইসলামকে উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সহসভাপতি তানভীরুল ইসলাম, জগন্নাথ হল কমিটির সহসভাপতি অনুপম চন্দ্র, মুহসীন হল কমিটির ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক মামুন, জসীমউদ্দীন হল কমিটির সাবেক সহ-সম্পাদক বাপ্পী ও ছাত্রলীগের কর্মী হিমেল।এদিকে শনিবার আটক ছাত্রলীগ নেতাসহ ৬জনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিকেলে সিএমএম কোর্টে শুনানি শেষে মূল আসামি আরফানের ৩ দিনের রিমামন্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে বাকী ৫ জনকে কারাগারের পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
 

সাবমিট

মুক্তিপণ আদায়: ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কার

আরফানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর, বাকীরা কারাগারে
 ঢাকা ১০ মে : 
১০ মে ২০১৪, ০৩:২৩ পিএম  | 

 ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায়  ছাত্রলীগের চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার দুপুরে তাদের বহিস্কার করা হয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল। বহিষ্কৃতরা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ, মুহসীন হল কমিটির ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মামুন, জগন্নাথ হল কমিটির সহ-সভাপতি অনুপম চন্দ এবং ছাত্রলীগ কর্মী হিমেল।
 পত্রপত্রিকায় ব্যবসায়ীকে আটকের পর মুক্তিপণ আদায়ের ঘটনা পত্রপত্রিকায় প্রকাশের প্রেক্ষিতে শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে আলোচনা করেছে। এব্যাপারে প্রক্টর আমজাদ আলী জানান, উপাচার্য বিদেশে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে এলে দায়ী ৪ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার টিএসসির সামনে মুক্তিপণ আদায়ের সময় সাতজনকে আটক করে শাহবাগ থানার পুলিশ। অপহৃত মুঠোফোনে টাকা ভরার (রিচার্জ) ব্যবসায়ী ফরহাদ ইসলামকে উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-ক্রীড়া সম্পাদক সৃজন ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সহসভাপতি তানভীরুল ইসলাম, জগন্নাথ হল কমিটির সহসভাপতি অনুপম চন্দ্র, মুহসীন হল কমিটির ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক মামুন, জসীমউদ্দীন হল কমিটির সাবেক সহ-সম্পাদক বাপ্পী ও ছাত্রলীগের কর্মী হিমেল।এদিকে শনিবার আটক ছাত্রলীগ নেতাসহ ৬জনের রিমাণ্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বিকেলে সিএমএম কোর্টে শুনানি শেষে মূল আসামি আরফানের ৩ দিনের রিমামন্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে বাকী ৫ জনকে কারাগারের পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র