jugantor
রাবিতে হলে তালা দিয়েপরীক্ষা বন্ধ করলো ছাত্রলীগ

  রাবি, ১৩ মে:  

১৩ মে ২০১৪, ১৪:৫৩:১৭  | 

পরীক্ষা বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিভাগীয় প্রধান তালা ভেঙে পরীক্ষা নেয়া শুরু করলেও ছাত্রলীগ কর্মীদের বাধার মুখে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা এসময় পরীক্ষা হলে দুজন শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ করেন শিক্ষকরা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার জন্য একাডেমিক বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।  এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রানা চৌধুরী ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুসতাকিম বিল্লাহর নেতৃত্বে ১৫-২০ নেতাকর্মী ২০৪ নম্বর কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা অন্য শিক্ষার্থীদেরও পরীক্ষা না দেয়ার জন্য হুমকি দেয়।পরীক্ষা দিতে আসা সাধারণ শিক্ষার্থীরা জানান, সকাল পৌনে দশটায় পরীক্ষা শুরু হলে ঐ বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা রারা চৌধুরী, মাহবুবুর রহমান পলাশ, মোস্তাকিম বিল্লাহ ও আসলামের নেতৃত্বে ১৫-২০ কর্মী পরীক্ষা হলে হামলা চালায়। তারা জানালার কাচ ভাংচুর করে। এসময় অসহায় সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সাহায্য প্রার্থনা করে। এসময় পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালনকালে দুজন শিক্ষক তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়। কিন্তু ক্ষিপ্ত ছাত্রলীগের ক্যাডাররা ঔ বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম ও ইমতিয়াজকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে পরীক্ষা বন্ধ করে দেয়া হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি সৈয়দা নূরে কাসেদা খাতুন বলেন, ছাত্রলীগের এক নেতা আজকের পরীক্ষা বন্ধ করতে বলেছিল। কিন্তু একাডেমিক সভায় সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত পরীক্ষা বন্ধ করা সম্ভব নয়। পরীক্ষা বন্ধ না করলে ছাত্রলীগের বেশ কিছু ছেলে এসে ওই কক্ষে তালা লাগিয়ে দেয়।  
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য্য চৌধুরী সরওয়ার জাহান জানান, পরীক্ষার হলে ছাত্র শিক্ষকদের এমন কাণ্ড মেনে নেয়া যায় না। এব্যাপারে বিভাগ থেকে অভিযোগ এলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 

সাবমিট

রাবিতে হলে তালা দিয়েপরীক্ষা বন্ধ করলো ছাত্রলীগ

 রাবি, ১৩ মে: 
১৩ মে ২০১৪, ০২:৫৩ পিএম  | 

পরীক্ষা বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে বিভাগীয় প্রধান তালা ভেঙে পরীক্ষা নেয়া শুরু করলেও ছাত্রলীগ কর্মীদের বাধার মুখে পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা এসময় পরীক্ষা হলে দুজন শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ করেন শিক্ষকরা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার জন্য একাডেমিক বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।  এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি রানা চৌধুরী ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুসতাকিম বিল্লাহর নেতৃত্বে ১৫-২০ নেতাকর্মী ২০৪ নম্বর কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা অন্য শিক্ষার্থীদেরও পরীক্ষা না দেয়ার জন্য হুমকি দেয়।পরীক্ষা দিতে আসা সাধারণ শিক্ষার্থীরা জানান, সকাল পৌনে দশটায় পরীক্ষা শুরু হলে ঐ বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা রারা চৌধুরী, মাহবুবুর রহমান পলাশ, মোস্তাকিম বিল্লাহ ও আসলামের নেতৃত্বে ১৫-২০ কর্মী পরীক্ষা হলে হামলা চালায়। তারা জানালার কাচ ভাংচুর করে। এসময় অসহায় সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে সাহায্য প্রার্থনা করে। এসময় পরীক্ষা হলে পরিদর্শকের দায়িত্ব পালনকালে দুজন শিক্ষক তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়। কিন্তু ক্ষিপ্ত ছাত্রলীগের ক্যাডাররা ঔ বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম ও ইমতিয়াজকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে পরীক্ষা বন্ধ করে দেয়া হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি সৈয়দা নূরে কাসেদা খাতুন বলেন, ছাত্রলীগের এক নেতা আজকের পরীক্ষা বন্ধ করতে বলেছিল। কিন্তু একাডেমিক সভায় সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত পরীক্ষা বন্ধ করা সম্ভব নয়। পরীক্ষা বন্ধ না করলে ছাত্রলীগের বেশ কিছু ছেলে এসে ওই কক্ষে তালা লাগিয়ে দেয়।  
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য্য চৌধুরী সরওয়ার জাহান জানান, পরীক্ষার হলে ছাত্র শিক্ষকদের এমন কাণ্ড মেনে নেয়া যায় না। এব্যাপারে বিভাগ থেকে অভিযোগ এলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র