jugantor
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি রিমান্ডে

  গাজীপুর প্রতিনিধি, ৪ সেপ্টেম্বর  

০৪ সেপ্টেম্বর ২০১৪, ১৮:২৯:০৫  | 

গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনোয়ারা বেগম শুনানি শেষে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন পুলিশ। গাজীপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সোমবার জেলার কালিয়াকৈরের মৌচাকে ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদসহ দু’জনকে গ্রেফতার করে। পরে মাসুদ রানা এরশাদকে প্রধান আসামি করে ৪০জনের নামে কালিয়াকৈর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়। এদিকে ওই সংঘর্ষের ঘটনায় আহত সেলিম নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যায়।
সাবমিট

গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি রিমান্ডে

 গাজীপুর প্রতিনিধি, ৪ সেপ্টেম্বর 
০৪ সেপ্টেম্বর ২০১৪, ০৬:২৯ পিএম  | 
গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনোয়ারা বেগম শুনানি শেষে এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন পুলিশ। গাজীপুর আদালতের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, সোমবার জেলার কালিয়াকৈরের মৌচাকে ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্ততঃ ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ এরশাদসহ দু’জনকে গ্রেফতার করে। পরে মাসুদ রানা এরশাদকে প্রধান আসামি করে ৪০জনের নামে কালিয়াকৈর থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়। এদিকে ওই সংঘর্ষের ঘটনায় আহত সেলিম নামের একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যায়।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র