jugantor
ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ছাত্রলীগ নেতাসহ আটক ৩৫

  ঢাবি ২৬ সেপ্টেম্বর :  

২৬ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪৮:৫৩  | 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে পরীক্ষার্থীদের উত্তরপত্র সরবরাহ করার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আটক ১৮জনকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব কার্যালয়ে নেয়া হয়েছে। শুক্রবার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক লেলিন রয়েছেন।

র‌্যাবের মিডিয়া উইংয়ের কর্মকর্তা জানান, আকটদের মধ্যে যাদের র‌্যাব কার্যালয়ে নেয়া হয়েছে তারা হলেন, এফ কে এম খালেদুর রহমান, মো. শাক্কুর আলী, শ্রীকান্ত ভদ্র ওরফে  শ্রীকান্ত, আবুল বাশার, মীর রেজওয়ান মাহবুব তন্ময়, মো. মনিরুল ইসলাম, মো. জাকির খান, জুবায়ের আহমেদ, জসিম উদ্দিন, সুমন মিয়া, কাজী শামিম হাবিব, অরিত্র শিনহা, নূরুজ্জামান, কাফির হাসান, শামীম শিকদার, সানজিতা দাস।এদের মধ্যে চারজন পরীক্ষার্থী আর ১২জন মোবাইল ফোনে উত্তরপত্র সরবরাহের সহযোগী।
একইসাথে শুক্রবারের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পরীক্ষার্থীসহ ৩৪জনকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। এদের মধ্যে উত্তরপত্র সরবরাহের সহযোগী অভিযোগে এই ১৮ জনকে আটক করে র‌্যাবের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সাবমিট

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ছাত্রলীগ নেতাসহ আটক ৩৫

 ঢাবি ২৬ সেপ্টেম্বর : 
২৬ সেপ্টেম্বর ২০১৪, ০৩:৪৮ পিএম  | 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে পরীক্ষার্থীদের উত্তরপত্র সরবরাহ করার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আটক ১৮জনকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব কার্যালয়ে নেয়া হয়েছে। শুক্রবার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক লেলিন রয়েছেন।

র‌্যাবের মিডিয়া উইংয়ের কর্মকর্তা জানান, আকটদের মধ্যে যাদের র‌্যাব কার্যালয়ে নেয়া হয়েছে তারা হলেন, এফ কে এম খালেদুর রহমান, মো. শাক্কুর আলী, শ্রীকান্ত ভদ্র ওরফে  শ্রীকান্ত, আবুল বাশার, মীর রেজওয়ান মাহবুব তন্ময়, মো. মনিরুল ইসলাম, মো. জাকির খান, জুবায়ের আহমেদ, জসিম উদ্দিন, সুমন মিয়া, কাজী শামিম হাবিব, অরিত্র শিনহা, নূরুজ্জামান, কাফির হাসান, শামীম শিকদার, সানজিতা দাস।এদের মধ্যে চারজন পরীক্ষার্থী আর ১২জন মোবাইল ফোনে উত্তরপত্র সরবরাহের সহযোগী।
একইসাথে শুক্রবারের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পরীক্ষার্থীসহ ৩৪জনকে আটক করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ। এদের মধ্যে উত্তরপত্র সরবরাহের সহযোগী অভিযোগে এই ১৮ জনকে আটক করে র‌্যাবের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র