jugantor
দিনাজপুরে ছাত্রলীগ-যুবলীগের হামলায় ইউএনও আহত

  দিনাজপুর প্রতিনিধি, ১ অক্টোবর  

০১ অক্টোবর ২০১৪, ১৭:৪৮:৫৮  | 

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগকে কেন্দ্র করে বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়,  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগকৃত ৩৯ জন দপ্তরী কাম নৈশ্য প্রহরীর বেতন ভাতা প্রদানকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুল ইসলাম সবুজ ও যুবলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেন ও বাবুর নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন সশস্ত্র ক্যাডার  এ হামলা চালায়।
হামলাকারীরা এক পর্যায়ে শিক্ষা অফিসে চড়াও হয়ে শিক্ষা কর্মকর্তাকে না পেয়ে অফিসের কম্পিউটার অপারেটর শাহ-আলমকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেনের কক্ষে ঢুকে দপ্তরী কাম নৈশ্য প্রহরীদের অবৈধ নিয়োগ বাতিলের দাবী জানায়। নির্বাহী কর্মকর্তা বিক্ষুব্ধ নেতাকর্মীদের জানান, নিয়োগটি তার সময়ের নয় পূর্বের নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব দিয়ে গেছেন। এব্যপারে তার করার কিছু নেই বলে জানালে কোন কিছু বুঝে উঠার আগেই শাহিনুর ও ফয়সাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চেয়ারে বসা অবস্থায় পেটাতে শুরু করে। এ দৃশ্য দেখে আশপাশের অফিসের লোকজন জীবন ভয়ে অফিস ছেড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে নবাবগঞ্জ থানার ওসি তদন্ত ইমতিয়াজ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন ও শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর শাহ আলমকে উদ্ধার করে। আহতদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। এব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ছাত্রলীগ ও যুবলীগ নামধারী কতিপয় নেতাকর্মী উপজেলা নির্বাহী কর্মর্তার ওপর হামলা করেছে। ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিতে দেয়া হয়েছে, শীঘ্রই মামলা রুজু করা হবে।
সাবমিট

দিনাজপুরে ছাত্রলীগ-যুবলীগের হামলায় ইউএনও আহত

 দিনাজপুর প্রতিনিধি, ১ অক্টোবর 
০১ অক্টোবর ২০১৪, ০৫:৪৮ পিএম  | 
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগকে কেন্দ্র করে বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানায়,  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগকৃত ৩৯ জন দপ্তরী কাম নৈশ্য প্রহরীর বেতন ভাতা প্রদানকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুল ইসলাম সবুজ ও যুবলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেন ও বাবুর নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন সশস্ত্র ক্যাডার  এ হামলা চালায়।
হামলাকারীরা এক পর্যায়ে শিক্ষা অফিসে চড়াও হয়ে শিক্ষা কর্মকর্তাকে না পেয়ে অফিসের কম্পিউটার অপারেটর শাহ-আলমকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। এরপর বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেনের কক্ষে ঢুকে দপ্তরী কাম নৈশ্য প্রহরীদের অবৈধ নিয়োগ বাতিলের দাবী জানায়। নির্বাহী কর্মকর্তা বিক্ষুব্ধ নেতাকর্মীদের জানান, নিয়োগটি তার সময়ের নয় পূর্বের নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব দিয়ে গেছেন। এব্যপারে তার করার কিছু নেই বলে জানালে কোন কিছু বুঝে উঠার আগেই শাহিনুর ও ফয়সাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চেয়ারে বসা অবস্থায় পেটাতে শুরু করে। এ দৃশ্য দেখে আশপাশের অফিসের লোকজন জীবন ভয়ে অফিস ছেড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে নবাবগঞ্জ থানার ওসি তদন্ত ইমতিয়াজ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফরহাদ হোসেন ও শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর শাহ আলমকে উদ্ধার করে। আহতদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। এব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) ইমতিয়াজ হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ছাত্রলীগ ও যুবলীগ নামধারী কতিপয় নেতাকর্মী উপজেলা নির্বাহী কর্মর্তার ওপর হামলা করেছে। ঘটনাটি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিতে দেয়া হয়েছে, শীঘ্রই মামলা রুজু করা হবে।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র