jugantor
গজারিয়ায় ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে নিহত ১

  মুন্সীগঞ্জ, ৫ অক্টোবর:  

০৫ অক্টোবর ২০১৪, ১০:৪১:১২  | 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ৬ নারী গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার তেতৈইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মনছুর প্রধান (৫৫)। আহতরা হলেন- আইভী আক্তার (৩৫), রেজিয়া বেগম (৩০), নাজমা বেগম (৩৩), হোসনে আরা (৪৫), মোহাম্মদ সুমন (২৫) ও মানিক মিয়াসহ কয়েকজন। তাদের ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে উপজেলার তেতৈইতলা এলাকায় বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল প্রধান ও স্থানীয় যুবলীগ নেতা নূরে আলমের সমর্থক দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মনছুর প্রধান ঘটনাস্থলে মারা যায়। এ ছাড়া ৬ নারী গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনার পর থেকে ওই এলাকায় পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবমিট

গজারিয়ায় ছাত্রলীগ-যুবলীগ সংঘর্ষে নিহত ১

 মুন্সীগঞ্জ, ৫ অক্টোবর: 
০৫ অক্টোবর ২০১৪, ১০:৪১ এএম  | 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় ৬ নারী গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার তেতৈইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম মনছুর প্রধান (৫৫)। আহতরা হলেন- আইভী আক্তার (৩৫), রেজিয়া বেগম (৩০), নাজমা বেগম (৩৩), হোসনে আরা (৪৫), মোহাম্মদ সুমন (২৫) ও মানিক মিয়াসহ কয়েকজন। তাদের ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে উপজেলার তেতৈইতলা এলাকায় বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল প্রধান ও স্থানীয় যুবলীগ নেতা নূরে আলমের সমর্থক দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনায় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মনছুর প্রধান ঘটনাস্থলে মারা যায়। এ ছাড়া ৬ নারী গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হাসান জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনার পর থেকে ওই এলাকায় পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র