jugantor
ছাত্রলীগের হামলার প্রতিবাদে নরসিংদীতে সাংবাদিকদের মানববন্ধন
এমপির আশ্রয়ে ছাত্রলীগ নেতারা

  নরসিংদী ৬ নভেম্বর :  

০৬ নভেম্বর ২০১৪, ১৯:০১:৪২  | 

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগ ক্যাডারদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও  পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছে সাংবাদিকরা। দুপুরে জেলা রিপোটার্স ক্লাবে ব্যানারে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে গনমাধ্যমকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম  বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পুলিশ প্রসাশনের নিরপেক্ষ অবস্থান তুলে ধরেন।
এদিকে নরসিংদীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,সাংবাদিক ও তিতাস কতৃপক্ষের উপর হামলা ও মারপিটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে অবৈধ গ্যাস সংযোগের মূল হোতা পলাশ থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির মোল্লা ও জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন স্থানীয় এমপির আশ্রয়ে রয়েছেন।  আত্মগোন করেছে খুদ এমপির বাসবভনে। ফলে জড়িতদের অবস্থান নিশ্চিত হয়েও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছেনা। তবে নরসিংদী-২ পলাশ আসনের সাংসদ কামরুল আশ্রাফ খান পোটন তার বাসবভনে আত্মগোপনের বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে অবহিত না করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনা হয় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বিরুদ্ধে। ছাত্রলীগের ক্যাডারদের গ্রেফতার না করে উল্টো ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামান। এই ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী একে অপরের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন। এর মাধ্যমে প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে।
 

সাবমিট

ছাত্রলীগের হামলার প্রতিবাদে নরসিংদীতে সাংবাদিকদের মানববন্ধন

এমপির আশ্রয়ে ছাত্রলীগ নেতারা
 নরসিংদী ৬ নভেম্বর : 
০৬ নভেম্বর ২০১৪, ০৭:০১ পিএম  | 

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগ ক্যাডারদের সন্ত্রাসী হামলার প্রতিবাদ হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও  পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছে সাংবাদিকরা। দুপুরে জেলা রিপোটার্স ক্লাবে ব্যানারে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে গনমাধ্যমকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম  বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পুলিশ প্রসাশনের নিরপেক্ষ অবস্থান তুলে ধরেন।
এদিকে নরসিংদীতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,সাংবাদিক ও তিতাস কতৃপক্ষের উপর হামলা ও মারপিটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযোগ উঠেছে অবৈধ গ্যাস সংযোগের মূল হোতা পলাশ থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির মোল্লা ও জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন স্থানীয় এমপির আশ্রয়ে রয়েছেন।  আত্মগোন করেছে খুদ এমপির বাসবভনে। ফলে জড়িতদের অবস্থান নিশ্চিত হয়েও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছেনা। তবে নরসিংদী-২ পলাশ আসনের সাংসদ কামরুল আশ্রাফ খান পোটন তার বাসবভনে আত্মগোপনের বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে অবহিত না করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনা হয় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বিরুদ্ধে। ছাত্রলীগের ক্যাডারদের গ্রেফতার না করে উল্টো ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামান। এই ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ বাহিনী একে অপরের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন। এর মাধ্যমে প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র