jugantor
নাটোর পৌর মেয়রকে অবরুদ্ধ করে রাখলেন ছাত্রলীগ নেতা

  নাটোর প্রতিনিধি  

২৩ জুলাই ২০১৩, ০০:০০:০০  | 

নাটোর পৌরসভা মেয়র শেখ এমদাদুল হক আল মামুনকে তার অফিস কক্ষে তালা মেরে আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখলেন নাটোর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন। নাটোর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, রোববার বেলা ৩টার দিকে পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন অসুস্থবোধ করলে দর্শনার্থীদের বিদায় দিয়ে নিজ অফিস কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন একটি নাগরিকত্ব সনদপত্রের জন্য পৌরসভায় এসে মেয়রের সঙ্গে দেখা করতে চান। মেয়র অসুস্থতার কারণে তাকে কিছু সময় পরে আসার পরামর্শ দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বেলা ৩টা ১০ মিনিটে মেয়রের অফিস কক্ষের বাইরে থেকে একটি তালা মেরে দেন। পরে বিষয়টি জানতে পেরে মেয়র নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলকে জানালে তিনি তার লোক দিয়ে পৌর মেয়রের অফিস কক্ষে লাগানো তালাটি খুলে দেয়ার ব্যবস্থা করেন। এ ব্যাপারে পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন জানান, ঘটনার পর পরই তিনি বিষয়টি নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়ে নাটোর থানায় একটি জিডি করেছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 

সাবমিট

নাটোর পৌর মেয়রকে অবরুদ্ধ করে রাখলেন ছাত্রলীগ নেতা

 নাটোর প্রতিনিধি 
২৩ জুলাই ২০১৩, ১২:০০ এএম  | 

নাটোর পৌরসভা মেয়র শেখ এমদাদুল হক আল মামুনকে তার অফিস কক্ষে তালা মেরে আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখলেন নাটোর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন। নাটোর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা জানান, রোববার বেলা ৩টার দিকে পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন অসুস্থবোধ করলে দর্শনার্থীদের বিদায় দিয়ে নিজ অফিস কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন একটি নাগরিকত্ব সনদপত্রের জন্য পৌরসভায় এসে মেয়রের সঙ্গে দেখা করতে চান। মেয়র অসুস্থতার কারণে তাকে কিছু সময় পরে আসার পরামর্শ দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে বেলা ৩টা ১০ মিনিটে মেয়রের অফিস কক্ষের বাইরে থেকে একটি তালা মেরে দেন। পরে বিষয়টি জানতে পেরে মেয়র নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলকে জানালে তিনি তার লোক দিয়ে পৌর মেয়রের অফিস কক্ষে লাগানো তালাটি খুলে দেয়ার ব্যবস্থা করেন। এ ব্যাপারে পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন জানান, ঘটনার পর পরই তিনি বিষয়টি নাটোরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়ে নাটোর থানায় একটি জিডি করেছেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আজম স্বপন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র