jugantor
চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ কর্মী আহত

  চট্টগ্রাম ব্যুরো  

১৮ আগস্ট ২০১৩, ০০:০০:০০  | 

নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনিসুর রহমান (৩২) নামে এক ছাত্রলীগ কর্মী প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছে। বিআইডব্লিউটিসির দোকানের কর্তৃত্ব নিয়ে শুক্রবার গভীর রাতে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, সদরঘাট এলাকায় বিআইডব্লিউটিসির সাতটি দোকান টেন্ডারের মাধ্যমে দেড় বছর আগে বরাদ্দ পান ছাত্রলীগ কর্মী আনিস। দোকানগুলো তাকে দখলে নিতে বাধা দিয়ে আসছিল ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা নাহিদ ও শহীদ। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার রাতে আনিসকে একা পেয়ে নাহিদ ও শহীদের অনুসারীরা তাকে গুলি করেছে বলে অভিযোগ করেন আহতের বড় ভাই মিজানুর রহমান। আহত আনিস চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে স্থানীয় লোকজন জানান, গুলিবিদ্ধ আনিসুর রহমান নিজেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি নগর আওয়ামী লীগ নেতা আজম নাছির উদ্দিনের সমর্থক। শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। এমনকি সংঘর্ষে জড়িত ও ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়নি। সদরঘাট থানার ওসি প্রণব কুমার দাশ জানান, শুক্রবার রাতে আধিপত্য বিস্তারের জের ধরে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



সাবমিট

চট্টগ্রামে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ কর্মী আহত

 চট্টগ্রাম ব্যুরো 
১৮ আগস্ট ২০১৩, ১২:০০ এএম  | 
নগরীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনিসুর রহমান (৩২) নামে এক ছাত্রলীগ কর্মী প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছে। বিআইডব্লিউটিসির দোকানের কর্তৃত্ব নিয়ে শুক্রবার গভীর রাতে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, সদরঘাট এলাকায় বিআইডব্লিউটিসির সাতটি দোকান টেন্ডারের মাধ্যমে দেড় বছর আগে বরাদ্দ পান ছাত্রলীগ কর্মী আনিস। দোকানগুলো তাকে দখলে নিতে বাধা দিয়ে আসছিল ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা নাহিদ ও শহীদ। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার রাতে আনিসকে একা পেয়ে নাহিদ ও শহীদের অনুসারীরা তাকে গুলি করেছে বলে অভিযোগ করেন আহতের বড় ভাই মিজানুর রহমান। আহত আনিস চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে স্থানীয় লোকজন জানান, গুলিবিদ্ধ আনিসুর রহমান নিজেও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি নগর আওয়ামী লীগ নেতা আজম নাছির উদ্দিনের সমর্থক। শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। এমনকি সংঘর্ষে জড়িত ও ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়নি। সদরঘাট থানার ওসি প্রণব কুমার দাশ জানান, শুক্রবার রাতে আধিপত্য বিস্তারের জের ধরে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র