jugantor
ব্যবসায়ীর টাকা ছিনতাই
ডিমলায় ছাত্রলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

  ডিমলা (নীলফামারী) প্রতিনিধি  

২৯ মার্চ ২০১৪, ০০:০০:০০  | 

নীলফামারীর ডিমলায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেফতার হয়েছেন ছাত্রলীগের দুই নেতাকর্মী। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শয়তানের বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জেলার ডোমার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং গোমনাতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন ও তার সহযোগী ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের গোসাই মামুদের ছেলে রহুল আমিন। ছাত্রলীগ নেতা সুজন ডিমলা হাসপাতালের ফার্মাসিস্ট আবদুর রউফের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিমলা থানায় ২টি ও ডোমার থানায় ৩টি ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের মুশাউল করিম সুইটের বলাপাড়া ইউনিয়নের ডাঙ্গার হাটে মুদি ব্যবসা রয়েছে। বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ডাঙ্গার হাটের পাঁচশ’ গজ দূরে ছাত্রলীগ নেতা সুজন, রুহুল ও অপরিচিত একজনসহ তার মাথায় পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা টাকা নিয়ে চলে যাওয়ার সময় ফাঁকা গুলি ছোরে। এ ঘটনায় বৃহস্পতিবার মুশাউল করিম সুইট বাদী হয়ে তিন জনকে আসামি করে ডিমলা থানায় মামলা (নম্বর ১২) করেন।

ডিমলা থানার ওসি শওকত আলী জানায়, গ্রেফতারকৃতদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।


 

সাবমিট
ব্যবসায়ীর টাকা ছিনতাই

ডিমলায় ছাত্রলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

 ডিমলা (নীলফামারী) প্রতিনিধি 
২৯ মার্চ ২০১৪, ১২:০০ এএম  | 

নীলফামারীর ডিমলায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেফতার হয়েছেন ছাত্রলীগের দুই নেতাকর্মী। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের শয়তানের বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জেলার ডোমার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং গোমনাতী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুজন ও তার সহযোগী ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের গোসাই মামুদের ছেলে রহুল আমিন। ছাত্রলীগ নেতা সুজন ডিমলা হাসপাতালের ফার্মাসিস্ট আবদুর রউফের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিমলা থানায় ২টি ও ডোমার থানায় ৩টি ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রামের মুশাউল করিম সুইটের বলাপাড়া ইউনিয়নের ডাঙ্গার হাটে মুদি ব্যবসা রয়েছে। বুধবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ডাঙ্গার হাটের পাঁচশ’ গজ দূরে ছাত্রলীগ নেতা সুজন, রুহুল ও অপরিচিত একজনসহ তার মাথায় পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা টাকা নিয়ে চলে যাওয়ার সময় ফাঁকা গুলি ছোরে। এ ঘটনায় বৃহস্পতিবার মুশাউল করিম সুইট বাদী হয়ে তিন জনকে আসামি করে ডিমলা থানায় মামলা (নম্বর ১২) করেন।

ডিমলা থানার ওসি শওকত আলী জানায়, গ্রেফতারকৃতদের শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র