jugantor
জাবির দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীদের গোলাগুলি

  জাবি প্রতিনিধি  

২৯ নভেম্বর ২০১৩, ০০:০০:০০  | 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হল ও আল বেরুনী হলের ছাত্রলীগের এক সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীর মধ্যে বাতবিতণ্ডাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আল বেরুনী হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মীর মোশারফ হোসেন হলের নেতাকর্মীরা পার্শ্ববর্তী বিভাগগুলোতে হামলা চালায় এবং প্রতিপক্ষকে উদ্দেশ্য করে ৫ রাউন্ড গুলি বিনিময় করে। এতে উভয় হলের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- মৃদুল (নাট্যতত্ত্ব বিভাগ, ৪১তম ব্যাচ), ইসরাফিল (লোকপ্রশাসন বিভাগ, ৪০তম ব্যাচ), আরিফ (প্রত্নতত্ত্ব বিভাগ, ৩৮তম ব্যাচ), শামীম (মার্কেটিং বিভাগ, ৩৯তম ব্যাচ), সাগর (ইতিহাস বিভাগ, ৪০তম ব্যাচ)। এর মধ্যে একজনকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দশম জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

মানববন্ধনে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ কামরুল আহছান টিটু, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক মুহাম্মদ কামরুল আহছান, অধ্যাপক মাফরুহী সাত্তার টিটু, জামাল উদ্দিন রুনু, সহযোগী অধ্যাপক শামীমা সুলতানাসহ দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মীর মোশারফ হোসেন হলের রেদওয়ানের (মার্কেটিং, ৪০তম ব্যাচ) সঙ্গে ছাত্রলীগের আল বেরুনী হলের সভাপতি মহব্বত আমিন শিশিরের (প্রত্নতত্ত্ব, ৩৮তম ব্যাচ) কথা কাটাকাটি হয়। সেখানে উপস্থিত ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক শুভাশীষ কুণ্ডু টনি ব্যাপারটি মীমাংসা করতে গেলে রেদওয়ানের সঙ্গে টনির ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপু ও আল বেরুনী হলের ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে মীমাংসার আশ্বাসে সবাই হলে ফিরে আসে। ওই ঘটনার জের ধরে বিকাল সাড়ে ৪টার দিকে মীর মোশারফ হোসেন হলের ছাত্রলীগ কর্মীরা শোডাউন বের করে আল বেরুনী হলে আক্রমণ চালায়। দু’হলের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়। এ সময় দু’হল থেকে পাঁচ রাউন্ড গুলি বিনিময় হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুজিবুর রহমান বলেন, সন্ধ্যায় মীমাংসা করার কথা থাকলেও বিকালে দু’হলের সংঘর্ষ বেধে যায়, যা দুঃখজনক। দুই হলের প্রশাসন ও ছাত্রদের নিয়ে আলোচনায় বসে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি জানান।


 

সাবমিট

জাবির দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীদের গোলাগুলি

 জাবি প্রতিনিধি 
২৯ নভেম্বর ২০১৩, ১২:০০ এএম  | 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হল ও আল বেরুনী হলের ছাত্রলীগের এক সিনিয়র ও জুনিয়র নেতাকর্মীর মধ্যে বাতবিতণ্ডাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আল বেরুনী হলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মীর মোশারফ হোসেন হলের নেতাকর্মীরা পার্শ্ববর্তী বিভাগগুলোতে হামলা চালায় এবং প্রতিপক্ষকে উদ্দেশ্য করে ৫ রাউন্ড গুলি বিনিময় করে। এতে উভয় হলের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন- মৃদুল (নাট্যতত্ত্ব বিভাগ, ৪১তম ব্যাচ), ইসরাফিল (লোকপ্রশাসন বিভাগ, ৪০তম ব্যাচ), আরিফ (প্রত্নতত্ত্ব বিভাগ, ৩৮তম ব্যাচ), শামীম (মার্কেটিং বিভাগ, ৩৯তম ব্যাচ), সাগর (ইতিহাস বিভাগ, ৪০তম ব্যাচ)। এর মধ্যে একজনকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দশম জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

মানববন্ধনে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ কামরুল আহছান টিটু, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক মুহাম্মদ কামরুল আহছান, অধ্যাপক মাফরুহী সাত্তার টিটু, জামাল উদ্দিন রুনু, সহযোগী অধ্যাপক শামীমা সুলতানাসহ দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মীর মোশারফ হোসেন হলের রেদওয়ানের (মার্কেটিং, ৪০তম ব্যাচ) সঙ্গে ছাত্রলীগের আল বেরুনী হলের সভাপতি মহব্বত আমিন শিশিরের (প্রত্নতত্ত্ব, ৩৮তম ব্যাচ) কথা কাটাকাটি হয়। সেখানে উপস্থিত ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক শুভাশীষ কুণ্ডু টনি ব্যাপারটি মীমাংসা করতে গেলে রেদওয়ানের সঙ্গে টনির ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপু ও আল বেরুনী হলের ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে মীমাংসার আশ্বাসে সবাই হলে ফিরে আসে। ওই ঘটনার জের ধরে বিকাল সাড়ে ৪টার দিকে মীর মোশারফ হোসেন হলের ছাত্রলীগ কর্মীরা শোডাউন বের করে আল বেরুনী হলে আক্রমণ চালায়। দু’হলের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়। এ সময় দু’হল থেকে পাঁচ রাউন্ড গুলি বিনিময় হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুজিবুর রহমান বলেন, সন্ধ্যায় মীমাংসা করার কথা থাকলেও বিকালে দু’হলের সংঘর্ষ বেধে যায়, যা দুঃখজনক। দুই হলের প্রশাসন ও ছাত্রদের নিয়ে আলোচনায় বসে মীমাংসা করা হচ্ছে বলেও তিনি জানান।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র