jugantor
কার্ভালহোও মোনাকোয়

   

৩০ মে ২০১৩, ০০:০০:০০  | 

ফ্যালকাও ও ভালদেস একপা দিয়েই রেখেছেন মোনাকোতে। তার আগে ফরাসি লীগের এই ক্লাব নিজেদের উত্থান ঘোষণা করতে কার্ভালহোকে সই করাল। ৩৫ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই সাবেক ডিফেন্ডার ১২ মাসের চুক্তিতে যোগ দিয়েছেন মোনাকোতে। তিন মৌসুম রিয়ালে খেলেছেন কার্ভালহো। তাকে নেয়ার আগে মোনাকো ৭০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’র বিনিময়ে পোর্তোর হোয়াও মর্টিনহো ও জেমস রড্রিগুয়েজকে দলে ভিড়িয়েছে।

দু’বছর পর ফরাসি লীগ ওয়ানে উঠে আসার পর মোনাকো কোমর কষে দল গোছানোর কাজে নেমেছে। তারই অংশ হিসেবে ক্লাবে সর্বশেষ সংযোজন কার্ভালহো। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এই ডিফেন্ডার বলেন, ‘মোনাকোয় যোগ দিতে পেরে আমি অত্যন্ত খুশি। আনন্দিত নতুন রোমাঞ্চের অংশ হতে পেরে। এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ।’

রুশ ধনকুবের দিমিত্রি রিবোলভলেভ ক্লাবটির নতুন মালিক হয়েছেন। একটি শক্তিশালী দল গঠনের লক্ষ্যে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকে সই করানোর যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে শেষ করিয়ে এনেছেন। মঙ্গলবার ফ্যালকাওয়ের স্বাস্থ্যগত পরীক্ষা হয়েছে। বুধবার তার সই করার কথা। বার্সেলোনার গোলকিপার ভিক্টর ভালদেসও যে কোন সময় মোনাকোর সঙ্গে চুক্তি করতে পারেন।

এদিকে ম্যানসিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই লিভারপুলে যোগ দিচ্ছেন কলো টরে। আইভরি কোস্ট ডিফেন্ডারের সঙ্গে চুক্তির খবর মঙ্গলবার নিশ্চিত করেছে অলরেডরা। ১ জুলাই ম্যানসিটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে টরের। ম্যানসিটির সঙ্গে এই ডিফেন্ডারের অর্জন এফএ কাপ ও প্রিমিয়ার লীগ শিরোপা। প্রায় ১৮.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০০৯ সালে আর্সেনাল থেকে ম্যানসিটিতে যোগ দেন টরে। অধিনায়কত্বও পেয়েছিলেন তিনি। কিন্তু ২০০১ সালে মার্চে ড্রাগ টেস্টে ধরা পড়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ হন। এরপর থেকেই দলে অনিয়মিত হয়ে পড়েন ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার। ওয়েবসাইট।


 

সাবমিট

কার্ভালহোও মোনাকোয়

  
৩০ মে ২০১৩, ১২:০০ এএম  | 

ফ্যালকাও ও ভালদেস একপা দিয়েই রেখেছেন মোনাকোতে। তার আগে ফরাসি লীগের এই ক্লাব নিজেদের উত্থান ঘোষণা করতে কার্ভালহোকে সই করাল। ৩৫ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই সাবেক ডিফেন্ডার ১২ মাসের চুক্তিতে যোগ দিয়েছেন মোনাকোতে। তিন মৌসুম রিয়ালে খেলেছেন কার্ভালহো। তাকে নেয়ার আগে মোনাকো ৭০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’র বিনিময়ে পোর্তোর হোয়াও মর্টিনহো ও জেমস রড্রিগুয়েজকে দলে ভিড়িয়েছে।

দু’বছর পর ফরাসি লীগ ওয়ানে উঠে আসার পর মোনাকো কোমর কষে দল গোছানোর কাজে নেমেছে। তারই অংশ হিসেবে ক্লাবে সর্বশেষ সংযোজন কার্ভালহো। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে এই ডিফেন্ডার বলেন, ‘মোনাকোয় যোগ দিতে পেরে আমি অত্যন্ত খুশি। আনন্দিত নতুন রোমাঞ্চের অংশ হতে পেরে। এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ।’

রুশ ধনকুবের দিমিত্রি রিবোলভলেভ ক্লাবটির নতুন মালিক হয়েছেন। একটি শক্তিশালী দল গঠনের লক্ষ্যে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকে সই করানোর যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে শেষ করিয়ে এনেছেন। মঙ্গলবার ফ্যালকাওয়ের স্বাস্থ্যগত পরীক্ষা হয়েছে। বুধবার তার সই করার কথা। বার্সেলোনার গোলকিপার ভিক্টর ভালদেসও যে কোন সময় মোনাকোর সঙ্গে চুক্তি করতে পারেন।

এদিকে ম্যানসিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই লিভারপুলে যোগ দিচ্ছেন কলো টরে। আইভরি কোস্ট ডিফেন্ডারের সঙ্গে চুক্তির খবর মঙ্গলবার নিশ্চিত করেছে অলরেডরা। ১ জুলাই ম্যানসিটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে টরের। ম্যানসিটির সঙ্গে এই ডিফেন্ডারের অর্জন এফএ কাপ ও প্রিমিয়ার লীগ শিরোপা। প্রায় ১৮.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২০০৯ সালে আর্সেনাল থেকে ম্যানসিটিতে যোগ দেন টরে। অধিনায়কত্বও পেয়েছিলেন তিনি। কিন্তু ২০০১ সালে মার্চে ড্রাগ টেস্টে ধরা পড়ে ছয় মাসের জন্য নিষিদ্ধ হন। এরপর থেকেই দলে অনিয়মিত হয়ে পড়েন ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার। ওয়েবসাইট।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র