অস্ত্রোপচার শেষে সিসিইউতে খালেদা জিয়া

 যুগান্তর প্রতিবেদন 
২৬ অক্টোবর ২০২৩, ১০:৪৩ পিএম  |  অনলাইন সংস্করণ
অস্ত্রোপচার শেষে সিসিইউতে খালেদা জিয়া
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যকৃতের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়েছে। বৃহস্পতিবার এই অস্ত্রোপচার করা হয়। পরে তাকে পুনরায় সিসিইউতে নেওয়া হয়েছে। 

বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে অপরারেশন থিয়েটারে (ওটি) নেওয়া হয় খালেদা জিয়াকে। অস্ত্রোপচার শেষ হয় সন্ধ্যা সাড়ে ৭টায়। এরপর রাত ৯টার দিকে তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্র থেকে আসা তিন চিকিৎসকের নেতৃত্বে এই অস্ত্রোপচার সফল হয়েছে। ফলে খালেদা জিয়ার লিভার সিরোসিসজনিত জটিলতা কিছুটা উপশম হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের সময় খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

খালেদা জিয়াকে অস্ত্রোপচারের আগে দুপুরে তার মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসক মতবিনিময় করেন বলেও জানা সূত্রটি।

উল্লেখ্য, খালেদা জিয়াকে চিকিৎসা দিতে বুধবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসে ৩ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা হলেন- জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন, হামিদ আহমেদ আবদুর রব ও ক্রিস্টোস জর্জিয়াডস।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : খালেদা জিয়ার চিকিৎসা