সাহিত্য পুরস্কার হল সৃষ্টিশীল লেখকদের অবদান স্বীকৃতির প্রতীক—যা একদিকে হৃদয় স্পর্শ করা কাহিনি, অন্যদিকে ইতিহাস ও সামাজিক চিত্র তুলে ধরে বিশ্বকে আলো দেয়। যেমন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করে সাহিত্যের ত্রৈমাসিক শ্রেষ্ঠত্বের প্রতিফলন ঘটা করে । অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে যেমন ইন্টারন্যাশনাল বুকার, বুকার, নোবেল, পুলিৎজার, ডাবলিন পুরস্কার—এই সব সম্মানিত পুরস্কার লেখকদেরকে বিশ্বদৃষ্টি, ভাষাগত বৈচিত্র্য ও মানবিক তাৎপর্য তুলে ধরার সুযোগ এনে দেয় ।
