আরও পড়ুন
গল্প হচ্ছে সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ও বহুমাত্রিক ধারা, যেখানে জীবনের বিচিত্র অভিজ্ঞতা, কল্পনা, সমাজ, সম্পর্ক ও রহস্য একত্রিত হয়ে তৈরি করে অনন্য এক অনুভবের জগৎ। রোমান্টিক গল্পে থাকে প্রেম ও সম্পর্কের রঙিন ছোঁয়া, ভৌতিক গল্পে আতঙ্ক ও কৌতূহলের সঞ্চার, সায়েন্স ফিকশনের গল্পে আধুনিক প্রযুক্তি ও ভবিষ্যতের রহস্যময় চিত্র। পাশাপাশি সামাজিক গল্প তুলে ধরে বাস্তব জীবনের সমস্যা, বৈষম্য ও মানবিক মূল্যবোধ।
শিশুতোষ গল্প শিশুদের আনন্দ ও শিক্ষার মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ, আর রম্যগল্প পাঠকের মনে হাস্যরসের সঞ্চার করে। এইসব ঘরানার গল্প বাংলা সাহিত্যের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং পাঠকের মনের গভীরে জায়গা করে নিয়েছে যুগের পর যুগ।
