সমালোচনা কষ্ট দেয় নাজমুলের পরিবারকে

 স্পোর্টস ডেস্ক 
২৪ জানুয়ারি ২০২৩, ১০:৩৯ পিএম  |  অনলাইন সংস্করণ

গত বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নাজমুল হোসেন শান্তকে নেওয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। অথচ বিশ্বকাপে নান্দনিক পারফরম্যান্স করেন তিনি। 

সেই সমালোচনা চোখ এড়ায়নি তরুণ এই তারকার পরিবারের। সেই সমালোচনা নিয়ে এতদিন পর মুখ খুলেন শান্ত। 

মঙ্গলবার বরিশালের বিপক্ষে ৬৬ বলে ৮৯ রানের ইনিংস খেলা সিলেট স্ট্রাইকার্সের এই তারকা ওপেনার বলেন,  ‘সামাজিক যোগাযোগমাধ্যম আমার জন্য যতটা না কঠিন... তার থেকে বেশি কঠিন আমার পরিবারের জন্য। সত্যি বলতে, আমি যেভাবে বুঝি আমার পরিবারের সদস্যরা কিন্তু সেভাবে বোঝে না। তারা কষ্ট পায়। তাদের খারাপ লাগে।’ 

সাত ম্যাচে দুই ফিফটির সাহায্যে বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ২৮১ রান করে তৃতীয় পজিশনে আছেন শান্ত।  তিনি বলেন, ‘পরিবারের অবস্থা দেখে আমি মাঝে মধ্যে কষ্ট পাই; কিন্তু এ বিষয়টা আমার নিয়ন্ত্রণে নেই। অনেকে না জেনে, না বুঝে হয়তো কথা বলেন। আমি খারাপ খেললে সমালোচনা হতেই পারে। সেটা ভালোভাবে হতে পারে। যেটা আমার পরিবারের জন্যও ভালো হয়।’ 

নাজমুল হোসেন আরও বলেন, ‘পরিবর্তন হচ্ছে কিনা আমি বলতে পারব না। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। যদি না হয় আমার করার কিছু নেই।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : বিপিএল-২০২৩