চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা অবশ্যই আছে

 হাসান সাইদুল 
০৬ মার্চ ২০১৯, ১২:০০ এএম  |  প্রিন্ট সংস্করণ
এ সময়ের মডেল ও অভিনেত্রী সাফা কবির
এ সময়ের মডেল ও অভিনেত্রী সাফা কবির

এ সময়ের মডেল ও অভিনেত্রী সাফা কবির। ধারাবাহিক নাটকের চেয়ে খণ্ড নাটককেই প্রাধান্য দিচ্ছেন তিনি। মাঝে মধ্যে উপস্থাপনায়ও দেখা যায় তাকে। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

* যুগান্তর: বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** সাফা: কয়েকটি খণ্ড নাটকের শুটিং শেষ করেছি। এর মধ্যে রাইসুল তমালের ‘ডিম ভাজি’, বাবু সিদ্দিকীর ‘মেঘলা মেঘলা দিন’, অঞ্জন আইচের ‘রাজকুমারী’ অন্যতম। আরও কয়েকটি নাটক আছে। নাম মনে করতে পারছি না।

* যুগান্তর: শুধু খণ্ড নাটক নিয়ে ব্যস্ততা কেন?

** সাফা: খণ্ড নাটকে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। ভালোলাগার কাজ বলা চলে। মানসিকভাবেও চাপে থাকতে হয় না।

* যুগান্তর: ধারাবাহিক নাটকে কি তাহলে চাপে থাকতে হয়?

** সাফা: হ্যাঁ। কিছুটা চাপে থাকতে হয়। অভিনয় করে মজাও পাই না তেমন। আর বর্তমানে বেশিরভাগ ধারাবাহিক নাটক একটা সময় ধারাবাহিকতা হারায়। যে বিষয়টি নিয়ে খুব চাপে থাকতে হয় তা হচ্ছে, মাসের নির্দিষ্ট কিছুদিন শুটিং করতেই হয়, যা অনেক সময় সম্ভব হয় না।

* যুগান্তর: আপনাকে তো মিউজিক ভিডিওতেও দেখা গেছে। নতুন কোনো মিউজিক ভিডিওর খরব আছে?

** সাফা: এ মুহূর্তে নেই। আপাতত নাটকের শুটিং নিয়েই ব্যস্ত আছি। ভালো মিউজিক ভিডিওর প্রস্তাব পেলে কাজ করব।

* যুগান্তর: উপস্থাপনার খবর কী?

** সাফা: ‘লাভ স্ট্রাইক বাই সাফা কবির’ নামে একটি রেডিও অনুষ্ঠান উপস্থাপনা করছি। ভালোলাগা থেকেই করা। তবে সব ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করি না।

* যুগান্তর: চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা আছে?

**সাফা: চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা অবশ্যই আছে। অনেক প্রস্তাবও পেয়েছি। কিন্তু আমার ভালোলাগাকে প্রাধান্য দিয়েছি, তাই করিনি। ভালো গল্প ও চরিত্রের চলচ্চিত্র পেলে অভিনয় করব।

* যুগান্তর: ভবিষ্যৎ পরিকল্পনা কী?

** সাফা: আমি একটি মনভোলা মেয়ে। পরিকল্পনা করে কাজ করি না। তবে প্রত্যাশা, যে কাজটিই করি না কেন তা যেন মনোযোগ দিয়ে ভালোভাবে করি।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন