গৃহবধূকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর তানোরে এক গৃহবধূকে (৩৪) অপহরণ করে আত্মীয়ের বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তানোর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) ভিকটিম নিজেই বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- সাহাপুর গ্রামের সুমন (৪৫), শফিকুল ইসলাম (৪৭) ও পলাশ (৪২)।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর বিকাল ৩টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের সাহাপুর গ্রামের ওই গৃহবধূকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে জোরপূর্বক তুলে নেয় ওই তিন ব্যক্তি। ওইদিন আসামি সুমন অপর দুই আসামির সহযোগীতায় গৃহবধূকে একটি মাইক্রোবাসে রাজশাহীতে নিয়ে যায়। এরপর সুমন তাকে ভয়ভীতি দেখিয়ে রাত সাড়ে ১১টার দিকে বাসযোগে রাজশাহী থেকে গাজিপুর জেলার শ্রীপুর লালমাটিয়া এলাকায় সুমনের আত্মীয়ের বাসায় নিয়ে যায়। সেখানে তাকে একটি কক্ষে সারাদিন আটকে রেখে ধর্ষণ করে। পরবর্তীতে ২৮ নভেম্বর তাকে রাজশাহীতে ফিরিয়ে এনে বাসস্ট্যান্ডে রেখে পালিয়ে যায় সুমন।
ভুক্তভোগী অভিযোগে বলেছেন, ঘটনার পর আসামিপক্ষ বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। আসামি শফিকুলসহ অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় রয়েছে।
ঘটনার বিষয়ে তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

