Logo
Logo
×

সারাদেশ

খেলনা পিস্তলসহ বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা সনি গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ পিএম

খেলনা পিস্তলসহ বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা সনি গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে ‘পিস্তল’ উঁচিয়ে হুমকি দেওয়ার সময় জনগণ ফেরদৌস করিম সনি (৩৫) নামে বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করেছেন।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার বেজোড়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকালে শাজাহানপুর থানার নবাগত ওসি তৌহিদুল ইসলাম জানান, পিস্তলটি খেলনা। এ ব্যাপারে ওই এলাকার সাহেরা বেগম বাদী হয়ে মারধর, ভাঙচুর, ভয়ভীতি দেখানোয় তার বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, ফেরদৌস করিম সনি বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়ার আজিজার রহমানের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সনি এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত। বেজোড়া দক্ষিণপাড়ায় ‘বেজোড়া যুব সংঘ’ শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। এ অনুষ্ঠানে সনিকে দাওয়াত না করায় তিনি ক্ষিপ্ত হন।

আয়োজক কমিটির সদস্য রুবেল হোসেন জানান, সোমবার রাত ১১টার দিকে খেলা চলছিল। দাওয়াত না পাওয়ায় ক্ষিপ্ত স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ফেরদৌস করিম সনি মোটরসাইকেল নিয়ে সেখানে আসেন। এরপর তিনি সাউন্ড বক্সের ওপর মোটরসাইকেল তুলে দেন। তখন উপস্থিত দর্শকরা বাধা দিলে সনি পাশেই নিজ বাড়িতে যান। ফিরে এসে তিনি পিস্তল উঁচিয়ে তাকে (রুবেল) গুলি করার চেষ্টা করেন। বিক্ষুব্ধ জনগণ সনিকে ওই পিস্তলসহ আটক করে পিটুনি দেন। রাত সাড়ে ১১টার দিকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা সনিকে আটক করে শাজাহানপুর থানায় নিয়ে যায়।

কৈগাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবু সুফিয়ান জানান, পরে পরীক্ষা করে দেখা গেছে ওটি আসল পিস্তল নয়; খেলনা।

তিনি জানান, এরপরও খেলনা পিস্তল প্রদর্শন করে হুমকি ও আতঙ্ক সৃষ্টি করা গুরুতর অপরাধ। এ ঘটনায় তার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে।

শাজাহানপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, সনি স্বেচ্ছাসেবক দলের আগের কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তবে তাকে বহিষ্কারের বিষয়ে কিছু জানা নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম