দক্ষিণ কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 
১৭ আগস্ট ২০২১, ০৯:২৮ এএম  |  অনলাইন সংস্করণ
বন্দুকযুদ্ধ
ফাইল ছবি

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার গভীর রাতে ঝিলমিল আবাসিক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব সূত্র জানায়, গভীর রাতে ঝিলমিল আবাসিক এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন খবরে র্যাব সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ডাকাতরা গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে মঙ্গলবার ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে র্যাব সদস্যরা দক্ষিণ কেরানীগঞ্জ ঝিলমিল আবাসিক এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে হাসপাতালে আনেন। এ সময় সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : মাদকবিরোধী অভিযানে নিহত

জেলার খবর
অনুসন্ধান করুন