গভীর রাতে খাবার নিয়ে কর্মহীনদের ঘরে বড়লেখা থানার ওসি

 বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 
৩০ মার্চ ২০২০, ১০:৩৩ পিএম  |  অনলাইন সংস্করণ

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার হাটবন্দ ও উত্তর চৌমুহনী এলাকার ৩টি কলোনিতে প্রায় ৩০টি পরিবারের বসবাস। পরিবারগুলোর নারী সদস্যের কেউ হোটেলে, কেউ বাসাবাড়িতে কাজ করেন।

হোটেল বন্ধ, বাসা-বাড়িতেও কাজ বন্ধ করে দিয়েছেন মালিকরা। অন্যদের কেউ রিকশা চালান, কেউ চালান ঠেলা-ভ্যান গাড়ি। আছেন প্রতিবন্ধীরাও। করোনাভাইরাস সংকটে এখন তারা সবাই কর্মহীন-বেকার।

বিষয়টি নজরে আসে বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হকের। তিনি তার সহকর্মীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেন। এরপর তৈরি করেন খাদ্যপণ্যের প্যাকেট।

প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি পেঁয়াজ। রোববার রাত সাড়ে ১১টায় পৌরশহরের তিনটি কলোনিতে গিয়ে ৩০টি পরিবারের হাতে তুলে দেয়া হয় এই খাদ্যপণ্য।

বিতরণকালে ওসির সঙ্গে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ ও এসআই  প্রভাকর রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

ওসি মো. ইয়াছিনুল হক সোমবার দুপুরে বলেন, ‘এরা দিনমজুর মানুষ। তাদের সঞ্চয় শেষ। তাদের অবস্থা দেখে মনে হয়েছে সহযোগিতা করা দরকার। সহকর্মীদের সঙ্গে কথা বলে এ উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম দফায় তিনটি কলোনির ৩০ পরিবারকে খাবার সামগ্রী দেয়া হয়েছে। অন্য কলোনিগুলোর আরও কিছু পরিবারে সহায়তা দেয়া হবে।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

২৮ মে, ২০২৩