পরিসংখ্যানে মেক্সিকো-পোল্যান্ড লড়াই

 স্পোর্টস ডেস্ক 
২২ নভেম্বর ২০২২, ০৪:০০ পিএম  |  অনলাইন সংস্করণ

বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে মেক্সিকো ও পোল্যান্ড। দুই দলের জম্পেশ লড়াইয়ের অপেক্ষায় ক্রীড়ামোদিরা।

বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দুদল।

দোহার স্টেডিয়াম ৯৭৪-এ আজ বাংলাদেশ সময় রাত ১০ টায় মুখোমুখি হবে এই দুদল। বিশ্বকাপে এবার নিয়ে দ্বিতীয়বার একে অন্যের বিপক্ষে খেলবে পোল্যান্ড-মেক্সিকো।

আসরে দল দুটির মুখোমুখি লড়াইয়ের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান-

* কনকাকাফ অঞ্চলের বাছাইয়ে কানাডার চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় হয়েছিল মেক্সিকো।

* ১৯৯৪ বিশ্বকাপের পর থেকে কোনো আসরেই শেষ ষোলোর গন্ডি পার করতে পারেনি মেক্সিকো।

* বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি ৯টি গোল করেছেন। এই মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে ১৮ বার জালের দেখা পেয়েছেন তিনি।

* পোল্যান্ড ও মেক্সিকোর এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি লড়াই হয়েছে। উভয় দলই তিনটি করে ম্যাচ জিতেছে এবং ড্র হয়েছে বাকি তিন ম্যাচ।

* ১৯৭৮ সালের পর থেকে মেক্সিকোকে আর হারাতে পারেনি পোল্যান্ড। বিশ্বকাপে দুই দলের সেটাই ছিল একমাত্র লড়াই।

* ২০১৭ সালে সবশেষ দেখায় ১-০ গোলে জিতেছিল মেক্সিকো।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ফুটবল বিশ্বকাপ ২০২২

২৮ ডিসেম্বর, ২০২২