চীনে আলোচনায় এক সংবাদ পাঠিকা (ভিডিও)

 যুগান্তর ডেস্ক 
০৪ মার্চ ২০১৯, ০১:৩৯ পিএম  |  অনলাইন সংস্করণ
চীনে আলোচনায় এক সংবাদ পাঠিকা
ছবি: ইউটিউব

রোববার দেশটির শিনহুয়া নিউজ এজেন্সিতে উপস্থাপিকা খবর পড়লে বিষয়টি চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়।

দেশটির বিভিন্ন গনমাধ্যমে আসে তার সংবাদ উপস্থাপনের বিষয়টি।

আলোচনার মূল কারণ শিনহুয়া নিউজের এক মিনিটের ভিডিওতে দেখা ওই সংবাদ পাঠিকা মূলত একটি রোবট।

কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবটটির নাম শিন শিয়াওমেং। এই রোবটকে শিনহুয়ার নিউজের উপস্থাপিকা কু মেংয়ের আদলে তৈরি করা হয়েছে।

যা নিউজ ডট কম পিকিং জানিয়েছে, কৃত্রিম মুখভঙ্গি এবং বিভিন্ন অভিব্যক্তির সমন্বয়ে তৈরি রোবটটি গোলাপী রংয়ের পোশাক এবং কানে ছোট দুল পড়ে বেইজিংয়ে অনুষ্ঠিত পার্লামেন্টের বার্ষিক সভা সম্পর্কে খবর উপস্থাপন করেছে।

শিনহুয়া এবং প্রযুক্তি প্রতিষ্ঠান সোগোউ ইনক যৌথভাবে এই রোবটটি তৈরি করেছে।

রোবট শিন শিয়াওমেং এর সংবাদ পাঠ দেখুন -

 

কৃত্রিম বুদ্ধিমত্তার এআই উপস্থাপক এর আগেও তৈরি করেছিল শিনহুয়া।

গত বছরের নভেম্বরে পূর্বাঞ্চলীয় উঝেন শহরের ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে পুরুষের আদলে তৈরি দুটি এআই উপস্থাপককে প্রকাশ্যে আনে শিনহুয়া।

এর মধ্যে একটি রোবট সংবাদ পাঠক ইংরেজিতে এবং অন্যটি চীনা ভাষায় কথা বলতে পারে।

চীনের ওই প্রতিষ্ঠানটির দাবি, শিন শিয়াওমেং বিশ্বের প্রথম নারী রোবট সংবাদ পাঠিকা।

এর আগে জানুয়ারি মাসের শেষের দিকে এরিকা নামের এক রোবট সংবাদ পাঠিকা তৈরির কথা জানিয়েছিল জাপানের ওসাকা বিশ্ব বিদ্যালয়ের ইন্টেলিজেন্ট রোবোটিক্স ল্যাবরেটরি।

ওই রোবটটি আগামী এপ্রিল থেকেই পুরোদমে সংবাদ পাঠ করবে বলে জানিয়েছিলেন ল্যাবরেটরির পরিচালক হোরিশি ইশিগোরি।

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন