যে কারণে অক্সফোর্ডপড়ুয়া ইমরানকে ডাকা হচ্ছে ‘অক্সিজেন খান’ (ভিডিও)

 যুগান্তর ডেস্ক 
২৯ নভেম্বর ২০১৯, ১১:৩৫ এএম  |  অনলাইন সংস্করণ
যে কারণে অক্সফোর্ডপড়ুয়া ইমরানকে ডাকা হচ্ছে ‘অক্সিজেন খান’ নামে
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভয়ানকভাবে ভাইরাল হয়েছে। এতে ইমরান খানের বক্তব্য নিয়ে নেটজগতে হাসির রোল পড়ে গেছে।

একটি বক্তৃতায় সাবেক এ ক্রিকেট তারকা বলেন, গাছ রাতের বেলায় অক্সিজেন দেয়।

এতে সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা তাকে নিয়ে যেমন তামাশায় মেতে উঠেছেন, তেমনটি রীতিমতো তাকে একটি তকমায়ও ভূষিত করেছেন।

অনেকেই এখন ইমরান খানকে ‘আইনস্টাইন খান’ বলে ডাকছেন।

পাক প্রধানমন্ত্রীর এই নতুন বৈজ্ঞানিক খোঁজ দেয়ার জন্য তাকে নিয়ে রীতিমতো মজা আর হাসাহাসি চলছে।

যাদের আয় কম, সেসব পরিবারের ছাত্রছাত্রীদের নিয়ে এ অনুষ্ঠানটি ছিল। এ অনুষ্ঠানে ইমরান যখন বক্তব্য রাখছিলেন, ভিডিওতে দেখা যাচ্ছে প্রত্যেকেই নিজের হাসি চাপিয়ে রাখার চেষ্টা করছিলেন।

কিছু দিন আগেই পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে নিয়ে মজা করেছিলেন ইমরান খান। তিনি বলেছিলেন- বৃষ্টি হলেই জল আসে, এ কথা বলে বিলাওয়াল গোটা বিশ্বের বিজ্ঞানীদের হতচকিত করে দিয়েছেন।

মানুষ প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন যে, অন্যের ভুল ধরার আগে বা অন্যকে নিয়ে মজা করার আগে নিজের বিজ্ঞান নিয়ে জ্ঞান বাড়াক ইমরান।

কিছু দিন আগেই আন্তর্জাতিক অতিথিদের সামনে কথা বলার সময় জার্মানি ও জাপানের কথা উল্লেখ করেছিলেন পাক প্রধানমন্ত্রী। ইমরান খান তাদের সম্বোধন করতে গিয়ে হঠাৎই বলে ফেলেন, দুই দেশের সীমা একে অপরের সঙ্গে মিশে রয়েছে। 

আর তার পরেই অনেকে প্রশ্ন করেছিলেন, অক্সফোর্ড থেকে স্নাতক যে প্রধানমন্ত্রীর, তার এ ধরনের ভুল হয় কী করে?

আবার কেউ কেউ তো তাকেই নোবেল পুরস্কার দেয়ার দাবি জানিয়ে ফেলেছেন।

 

Trees produce oxygen at night: Einstein Khan. pic.twitter.com/Kqb3ODLySY

— Naila Inayat नायला इनायत (@nailainayat) November 27, 2019

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন