কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

 অনলাইন ডেস্ক 
১২ মার্চ ২০২২, ১১:৫২ এএম  |  অনলাইন সংস্করণ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজের তুলাইল এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

এতে ওই হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন।শুক্রবার বিকালে উত্তর কাশ্মীরে ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটির কো-পাইলটের অবস্থাও আশঙ্কাজনক। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এক সেনা কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নিহত পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য একজনকে আহত অবস্থায় উদ্ধারের পর গুরুতর অবস্থায়  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়।

নিয়ন্ত্রণ রেখার কাছে গুরেজ সেক্টরে এই দুর্ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে, সেনাবাহিনীর এই হেলিকপ্টারটি যখন নিয়ন্ত্রণ রেখার কাছে টহল দিচ্ছিল, তখন আচমকা কারিগরি ত্রুটি দেখা দেয়। তুষারের কারণে জরুরি অবতরণ সম্ভব হয়নি।  

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : কাশ্মীর সংকট