কংগ্রেস ত্যাগের পর গুলাম নবীর জম্মুতে বড় শোডাউন

 অনলাইন ডেস্ক 
০৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৫ পিএম  |  অনলাইন সংস্করণ

কংগ্রেস ছাড়ার পর জম্মুতে রোববার প্রথম জনসভা করেছেন গুলাম নবী আজাদ। রোববার এই সভা হয়। খবর এনডিটিভির।

কংগ্রেসের সঙ্গে পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করার পর নিজের রাজনৈতিক দলের ঘোষণা করতে যাচ্ছেন সাবেক কংগ্রেস নেতা।

অ-কংগ্রেসি হিসাবে প্রথম জনসভা করছেন আজাদ। রোববার সকালেই দিল্লি থেকে জম্মু পৌঁছান তিনি। জম্মুতে আজাদকে স্বাগত জানাতে তৈরি ছিল বিশেষ শোভাযাত্রা।

মিছিল করে সৈনিক কলোনিতে সভাস্থলে পৌঁছান গুলাম নবী। এই সভাতেই আগামী দিনের রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারেন এই বর্ষীয়ান নেতা।

প্রসঙ্গত, কিছু দিন আগেই সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দোষারুপ করে শতাব্দী প্রাচীন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন গুলাম নবী।

 

 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : কাশ্মীর সংকট