Logo
Logo
×

সারাদেশ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

প্রতীকী ছবি।

নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী মৃত্যুর ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবিরহাট-বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

মৃতরা হলেন- অটোরিকশাচালক খোকন (৪৬), তানিম হাসান (২৬), মো. সুমন (৩৩) ও শাহাদাত হোসেন (৩৬)। তবে তাৎক্ষণিক এক নারীসহ দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

জানা গেছে, জেলা শহর মাইজদী থেকে ৫ যাত্রী নিয়ে বসুরহাটের উদ্দেশে অটোরিকশাটি রওনা দেয়। যাত্রাপথে অটোরিকশাটি বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছলে গাড়িটির সামনের এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উলটো পাশে চলে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে অনেক দূর নিয়ে যায়। এতে চালকসহ ৪ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুজনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার ওসি মো.শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ দুর্ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম