সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে ধর্ষণ ও খুনের হুমকি পেলেন মোহাম্মদ শামির স্ত্রী

 অনলাইন ডেস্ক 
০৯ আগস্ট ২০২০, ০১:৪৯ পিএম  |  অনলাইন সংস্করণ

ভারতের অযোধ্যায় বিতর্কিত স্থানে রামমন্দির স্থাপন নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয়ায় ধর্ষণ ও খুনের হুমকি পেয়েছেন ভারতীয় দলের পেসার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম ইনস্টাগ্রামে তাকে এমন হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন হাসিন জাহান। 

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, গত ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজা বা ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন হাসিন জাহান। সেখানে তিনি সনাতন ধর্মীয় অবতার রাম ও রামমন্দিরের নকশার ছবি পোস্ট করেন। এর পর ক্যাপশনে সব ধর্মাবলম্বীর প্রতি শ্রদ্ধা দেখিয়ে রামমন্দির তৈরির জন্য হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

তার এমন পোস্ট ভালোভাবে নেননি অনেক নেটিজেন। নানা ভাষায় সমালোচনা আর কটাক্ষে মেতেছেন তারা। এমনকি এই পোস্ট দেয়ার কারণে হাসিনকে ধর্ষণ ও খুনের হুমকি পর্যন্ত দেয়া হয়েছে বলে অভিযোগ এসেছে।

জিনিউজ জানিয়েছে, এ ঘটনায় নিরাপত্তহীনতায় ভুগছেন হাসিন।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে সাহায্য চেয়েছেন হাসিন জাহান।
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন