নবম ওয়েজ বোর্ডের গেজেট দাবিতে আলটিমেটাম

 যুগান্তর রিপোর্ট 
৩০ মে ২০১৯, ০৮:১৪ পিএম  |  অনলাইন সংস্করণ
বিক্ষোভ সমাবেশে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ।
বিক্ষোভ সমাবেশে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ। ছবি-সংগৃহীত

১৫ জুনের মধ্যে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ এবং ঈদের আগে বকেয়াসহ বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ। 

জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানিয়ে বলা হয়, নইলে ঈদের পর সাংবাদিকরা রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেবে।

বিএফইউজের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার, প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন খান, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। সমাবেশ পরিচালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক আকতার হোসেন।

মোল্লা জালাল বলেন, আমরা যা চাই তা গত ২৫ মার্চ লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এতদিনে কার্যকর কোনো কিছু দেখছি না। মনে হচ্ছে আমাদের দাবি নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই। আমরা শুনেছি, নবম ওয়েজ বোর্ডের ব্যাপারে সংশ্লিষ্ট কমিটির বৈঠক চলছে। আমরা চাই জুনের মধ্যে গেজেট প্রকাশ হবে। নইলে  ঈদের পর সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে সমাবেশস্থলে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদের ১৪ দফা লিখিতভাবে বিতরণ করা হয়।    

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন