সোমবার দেশে ফিরছেন সাকিব

 স্পোর্টস ডেস্ক 
২৮ আগস্ট ২০২০, ১০:৪০ পিএম  |  অনলাইন সংস্করণ

স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রের উইস্কনসিনে থাকা সাকিব আল হাসান সোমবার দেশে ফিরবেন। আগামী ২৮ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞার মেয়াদ। শ্রীলংকা সফরে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

জুয়াড়িদের কাছ থেকে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় এক বছরের জন্য সাকিব নিষিদ্ধ হন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আগেই বলেছেন যে, শ্রীলংকা সফরে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন সাকিব। শ্রীলংকা সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। আর সাকিব নিষেধাজ্ঞামুক্ত ২৮ অক্টোবর। তাই দ্বিতীয় টেস্ট থেকে খেলতে তার সামনে আর কোনো বাধা নেই।

দেশে ফিরে সাকিবের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন করার কথা। এই বাঁ-হাতি অলরাউন্ডার শেষবার টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে, আফগানিস্তানের বিপক্ষে।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন