আজকের পত্রিকার “ক্যাম্পাস তারুণ্য” বিভাগ হলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসভিত্তিক তারুণ্যের গল্প, সাফল্য, সংকট ও সম্ভাবনার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এই বিভাগে উঠে আসে শিক্ষার্থীদের চিন্তা, চেতনা ও চ্যালেঞ্জ—আলোচিত হয় শিক্ষাঙ্গনের অর্জন, নেতৃত্ব, সাংস্কৃতিক আন্দোলন ও সামাজিক অংশগ্রহণ। ক্যাম্পাস উৎসব, ডিবেট, স্টার্টআপ, গবেষণা, প্রতিবাদ কিংবা ভালোবাসা—তরুণদের যেকোনো ভাবনা ও স্বপ্ন এখানে জায়গা পায় তাদের ভাষায়, তাদের চোখে। এটি শুধু সংবাদ নয়, বরং সময়ের যুবসমাজের প্রতিচ্ছবি।
