গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মোনাজাত

 গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 
১৫ জুলাই ২০২৩, ০৫:১০ এএম  |  অনলাইন সংস্করণ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা স্বজন সমাবেশের উদ্যোগে  স্মরণসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গৌরনদী উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা ও  দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

যুগান্তরের গৌরনদী উপজেলা স্বজন সমাবেশের সভাপতি আবদুছ ছালেক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন- গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপজেলা সভাপতি ডা. মনীষ চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. জামিল মাহামুদ, স্বজন সমাবেশের সহ-সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিনয় কৃষ্ণ শিয়ালী, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জান্নাত, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী রুস্তুম আলী, প্রচার সম্পাদক সাদেকুল বারী সাকিব, পরিবেশ বিষয়ক সম্পাদক আজাদ শরীফ, সাংস্কৃতিক সম্পাদক হাচান শরীফ, ক্রীড়া সম্পাদক মো. আকাশ ফকির প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিল্পপতি নুরুল ইসলাম তার কর্মের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন।

পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলাম

জেলার খবর
অনুসন্ধান করুন