বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভেড়ামারায় কুরআন খতম

 ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
২০ জুলাই ২০২৩, ১০:০২ পিএম  |  অনলাইন সংস্করণ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় ২ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। ভেড়ামারা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার কর্মসূচির প্রথম দিন ফারাকপুরে দারুল এহসান মাদ্রাসায় কুরআন খতম হয়।

সকাল ১০টা থেকে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা পবিত্র কুরআন খতম দেন। এ সময় উপস্থিত ছিলেন- ভেড়ামারার দৈনিক যুগান্তরের প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা যুগান্তর স্বজন সমাবেশের সদস্য সচিব ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ জামাল, নির্বাহী সদস্য উজ্জ্বল হোসেন, সাংবাদিক সাহাদ্দীন সাবু, নাসির উদ্দীন।

অনুষ্ঠানে নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল এহসান মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ কাওছার আলী।

শুক্রবার বাদ আসর যুগান্তরের ভেড়ামারা কার্যালয়ে ‘হৃদয়ে নুরুল ইসলাম’ স্মরণ সভা এবং দোয়া মাহফিল হবে। অনুষ্ঠানে ভেড়ামারার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক, পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলাম

জেলার খবর
অনুসন্ধান করুন