বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দুমকিতে দোয়া মাহফিল

 দুমকি দ. (পটুয়াখালী) প্রতিনিধি 
১৬ জুলাই ২০২৩, ০৯:২৫ পিএম  |  অনলাইন সংস্করণ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১০টায় দুমকি যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলামের আয়োজনে নূরে হেরা মাদিনাতুল উলুম হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহমান।

এ সময় মরহুম নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। দোয়া-মোনাজাতে অর্ধশতাধিক এতিম ও হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলাম

জেলার খবর
অনুসন্ধান করুন