চিতলমারীতে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

 চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি 
১৮ জুলাই ২০২৩, ০৮:৪২ পিএম  |  অনলাইন সংস্করণ

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চিতলমারীতে মিলাদ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জোহর নামাজ পর উপজেলার বড়বাড়িয়া নুরে-মদিনা মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় দৈনিক যুগান্তর পত্রিকার চিতলমারী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সাফার সঞ্চালনায় যুগান্তর পত্রিকাসহ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবু হানিফ। দোয়া মাহফিলে অংশ নেন জনপ্রতিনিধি, সাংবাদিক, কুরআনে হাফেজসহ গণ্যমান্য ব্যক্তিরা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলাম

জেলার খবর
অনুসন্ধান করুন