ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

 ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 
১৬ জুলাই ২০২৩, ০৫:৫২ পিএম  |  অনলাইন সংস্করণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর পত্রিকার যমুনা টিভিসহ বহু প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া, আলোচনা সভা ও তোবারক বিতরণ করা হয়।

দৈনিক যুগান্তর পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি এবং স্বজন সমাবেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

এর আগে আলোচনা সভায় বক্তারা বলেন, নুরুল ইসলাম আজও মানুষের হৃদয়ে অবস্থান করছেন। যুগান্তর পত্রিকার আজকের এ অবস্থানের নেপথ্যে তার ব্যাপক অবদান রয়েছে। সময়ের সাহসী সন্তান হিসেবে তিনি জীবিত থাকা অবস্থায় সারা দেশে সুনাম অর্জন করেছিলেন। শুধু যুগান্তর ও যমুনা টিভি নয়, বহু প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা তিনি।

সভায় প্রধান অতিথি বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যমুনা গ্রুপের লিগ্যাল অ্যাডভাইজর ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের ব্রাহ্মণপাড়া প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন এবং পরিচালনা করেন বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা স্বজন সমাবেশের সমন্বয়ক গাজী জাহাঙ্গীর আলম জাবির। 

অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম টিটু, দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন নির্বাহী মো. কামাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গাজী আবদুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দিন (কালা জসিম), ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল মেম্বার, মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফোরকান আহমেদ সবুজ, দৈনিক আজকের পত্রিকার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার নিজস্ব প্রতিনিধি মো. আনোয়ারুল ইসলাম, দৈনিক আমাদের সময় ও দৈনিক আমাদের কুমিল্লা পত্রিকার ব্রাহ্মণপাড়া প্রতিনিধি মো. ফারুক আহমেদ, তালাশ বাংলার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক মানব কণ্ঠের বুড়িচং উপজেলা প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, সাংবাদিক মো. সাইফুল ইসলাম ও সাংবাদিক মো. বাছির উদ্দিন প্রমুখ। এছাড়া আরও অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইসমাইল হোসাইন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : যমুনা গ্রুপ চেয়ারম্যান নুরুল ইসলাম

জেলার খবর
অনুসন্ধান করুন